• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:৫২:৩২ (25-Nov-2025)
  • - ৩৩° সে:

সৈয়দপুর সেনানিবাসে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন

২৫ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৫:৪৪

সংবাদ ছবি

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৫ নভেম্বর ইএমই সেন্টার এন্ড স্কুলে মেকানিক্যাল ভবনে কনফারেন্স হলরুমে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Ad
Ad

এসময় প্রধান অতিথিকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, কোর অব ইএমই-এর কর্নেল কমান্ড্যান্ট, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে সেনাবাহিনী প্রধান ইএমই কোরের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, সেনাবাহিনীর যানবাহন ও আধুনিক সরঞ্জাম সচল রাখতে ইএমই কোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তৃতায় তিনি মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা ইএমই কোরের বীর সেনানীদের স্মরণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ডিভিশন ও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান ইএমই সেন্টার 
এন্ড স্কুল প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করে ফটোসেশনে যোগ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us