• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে পৌষ ১৪৩২ সকাল ০৬:৫০:২৭ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে ৩ কন্যা সন্তান জন্ম দিলেন এক মা

১০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৫৪:১০

নীলফামারীতে ৩ কন্যা সন্তান জন্ম দিলেন এক মা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর মৌন জেনারেল হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসাথে তিন কন্যা শিশুর জন্ম দিলেন তৌহিদা আক্তার নামের এক মা।

Ad

প্রসবের পর মা ও নবজাতক সবাই সুস্থ রয়েছে বলে জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। এটি ঘটেছে গত শুক্রবার রাতে মৌন হাসপাতালে।

Ad
Ad

হাসপাতালের নরমাল ডেলিভারি এক্সপার্ট ডা. নিশাত তাবাসুমে’র তত্ত্বাবধানে সফল ওই জটিল ডেলিভারি সম্পন্ন হয়।  

তার সহযোগী হিসেবে ছিলেন সিনিয়র নার্স তাহরিমা আক্তার জিমি, জুঁই অক্তার, শোভা ও সিনিয়র ওটি স্টাফ জোসনা আক্তার।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তিন নবজাতকের ওজন স্বাভাবিকের চেয়ে কম, তবে তারা ঝুঁকিমুক্ত রয়েছে। শিশু তিনজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

তিন নবজাতকের জন্ম দেয়া তৌহিদা আক্তার নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বেগপাড়া গ্রামের দিন মজুর শুভ ইসলামের স্ত্রী।

চিকিৎসক ডা. নিশাত তাবাসসুম জানান, হাসপাতালটিতে অতীতে স্বাভাবিক ডেলিভারিতে নবজাতক জন্মের ঘটনা ঘটলেও, এক সাথে তিন নবজাতকের জন্মের ঘটনা এটিই প্রথম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us