• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১১:২১:৩১ (02-Dec-2025)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ধর্ষণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন

২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৩৬:৫৫

সংবাদ ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে আকলিমা খাতুন নামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

Ad

১ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়াউদ্দিন মাহমুদ এ রায় প্রদান করেন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্তরা হলেন- সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালুপাড়ার আব্দুল করিমের ছেলে আনোয়ারুল হক (৩৫) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে ছামিউল ইসলাম শুভ (৩৫)।

মামলা সূত্র জানায়, পার্বতীপুরের শরিফুল ইসলামের সাথে বিয়ের পর থেকে বিরোধ শুরু হয় আকলিমার। ২০২০ সালের ১৫ আগস্ট শুড় বাড়ি থেকে কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর এলাকায় বাবার বাড়িতে চলে আসেন আকলিমা। কিছুদিনের মধ্যে স্বামী তালাকনামা পাঠালে হতাশাগ্রস্ত হয়ে পড়েন ওই নারী।

২২ আগস্ট বাড়িতে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে মৎস্য খামারের পেছনে একটি জমিতে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা হলে পুলিশ তদন্তে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রতিবেদন দাখিল করে আদালতে।

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, গৃহবধূ আকলিমা হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে ১৪ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ করে টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা
২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৯:৩৬

সংবাদ ছবি
সাভারে নিখোঁজ অটোচালকের কঙ্কাল উদ্ধার
২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৩:০৭









Follow Us