• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ দুপুর ১২:২২:১৫ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সৈয়দপুরে মোড়ে মোড়ে তল্লাশি

২৪ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪৭:২২

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সৈয়দপুরে মোড়ে মোড়ে তল্লাশি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৈয়দপুরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্টে। এসব চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে বিভিন্ন যানবাহন। এ সময় চেক করা হচ্ছে গাড়ির কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, পায়ে জুতা ও মোজা।

Ad

সৈয়দপুর উপজেলা থেকে শহরে প্রবেশ কালে প্রবেশদ্বারগুলোতে ট্রাফিক বিভাগ ও যৌথবাহিনীর সমন্বয়ে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Ad
Ad

তল্লাশির সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে জবাবদিহি করতে হচ্ছে। আটক করা হচ্ছে নম্বর, কাগজপত্র বিহীন গাড়ি।

এর ফলে ২৩ জানুয়ারি শুক্রবার থেকে সৈয়দপুর শহরে অনেকাংশে কমে গেছে মোটরসাইকেল চলাচল। বৈধ কাগজপত্র ছাড়া কেউ মোটরসাইকেল বাসা থেকে বের করছেন না।

যৌথবাহিনীর এমন অভিযানে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

সৈয়দপুর ট্রাফিক বিভাগ সূত্র জানায়, শহরে বেপরোয়া গাড়ি চালানো, হেলমেট নেই, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির কাগজপত্র নেই এ সকল বিষয়গুলো আমরা কঠোরভাবে দেখছি। কারো কোনো অজুহাত শুনছি না। আইনের মধ্যে থেকে এ সকল বিষয় দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us