• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৩১:৫২ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

বাগেরহাটে রিমান্ডে থাকা আসামির মৃত্যু

২৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:২১:৪০

সংবাদ ছবি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা মোজাফফর (২৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মোজাফফর রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ওইদিনই তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Ad

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান জানান, ইসিজি পরীক্ষায় মোজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। তবে এর আগেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট ও আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:২৯


সংবাদ ছবি
বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২৩


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:০৬




Follow Us