লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় কর্মরত সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মৌজা হেডম্যান কারবারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মৌজা হেডম্যান কারবারীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, বিজিবি জোনের সহকারী পরিচালক কে.এইচ এম গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, বাঘাইছড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদল হাছান, ৩৮ আনসার ব্যাটালিয়নের কম্পানি কমান্ডার আরিফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয়রা।
সভায় জেলা প্রশাসক বলেন, ‘লংগদুর উন্নয়নে ও দ্রুত সময়ে নানিয়ারচর সড়কের কাজ বাস্তবায়ন, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available