• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:০৬:০১ (04-Dec-2025)
  • - ৩৩° সে:

খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: তানভীর হুদা

৪ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৩৪:১৪

সংবাদ ছবি

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশ গণমানুষের অধিকার আদায়ের নেত্রী। সাধারণ মানুষের বাঁচার অধিকার, চিকিৎসার অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং দেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক দর্শন। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। সারাদেশে মসজিদে মসজিদে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করা হচ্ছে।

Ad

বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খতমে কুরআন ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

তানভীর হুদা বলেন, ২০০৭ সালের ওয়ান ইলেভেনের সময় তাঁকে দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও তিনি জনগণের অধিকার রক্ষার সংগ্রাম থেকে সরে আসেননি। মিথ্যা মামলা দিয়ে তাঁকে বছরের পর বছর কারাবন্দি রাখা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তাঁর ওপর জেলখানায় নির্যাতন চালানো হয়েছে, এমনকি জেলখানায় বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিং করে হত্যার চেষ্টা করা হয়েছিল। অথচ তিনি কখনো অন্যায়ের সাথে আপোশ করেননি।

তানভীর হুদা আরও বলেন, বিদেশি ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানও দেশে আসতে পারছেন না। তিনি ধৈর্য ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

দোয়া মাহফিলে বিভিন্ন মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের মাধ্যমে খতমে কুরআন শেষে বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা নাজমুল হাসান প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, মতলব পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, সাবেক ব্যাংক কর্মকর্তা রিয়াজুর ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক আহাম্মদ।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭ শিক্ষককে শোকজ
৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১২


সংবাদ ছবি
যশোর-৫ আসনে মনোনয়ন পেলেন এ্যাড. শহীদ ইকবাল
৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩১:১৪

সংবাদ ছবি
সাবেক মেয়র আইভির ২ মামলায় জামিন নামঞ্জুর
৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:৪৩


Follow Us