মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ অভিযানে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

২১ জানুয়ারি রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে একজনের বিরুদ্ধে ২টি জিআর সাজা পরোয়ানা এবং আরও ২টি জিআর পরোয়ানা কার্যকর ছিল।


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ১০টা ৫০ মিনিটে মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসানে নেতৃত্বে একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পূর্ব ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ফতেপুর উত্তর পাড়ায় মো. ইমরুল হোসেন প্রধানের বসতঘরের ড্রয়িংরুম থেকে মো. জনি খান (৩৮) ও মো. ইমরুল হোসেন প্রধান (৪০) কে গ্রেফতার করা হয়।
মতলব উত্তর থানার এস আই মাহফুজুর রহমান ও এএসআই রবিউল ইসলামসহ সঙ্গীও ফোর্স দেহ তল্লাশীকালে মো. জনি খানের পরিহিত প্যান্টের পকেট থেকে ১২টি জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় অপরদিকে মো. ইমরুল হোসেন প্রধানের আব্বা কাছ থেকে ৭টি জিপারযুক্ত পলিব্যাগে রাখা মোট ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৯১০ পিস।
এ ঘটনায় মতলব উত্তর থানায় এফআইআর নং-৫২ ও জিআর নং-৫২ বুধবার ২২ জানুয়ারি মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতার আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, মতলব উত্তর থানা এলাকায় মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিরা যতই কৌশলী হোক, কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available