মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও অটোটেম্পু ওনার্স গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক লিটন এবং সাধারণ সম্পাদক পদে পীর বাবুল হোসেন নির্বাচিত হয়েছেন।

৩ জানুয়ারি শনিবার জেলা শহরের ড্রিম সিটি হোটেল মিলনায়তনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।


সভাপতি পদে আব্দুর রাজ্জাক লিটন ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নান্নু মিয়া পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে পীর বাবুল হোসেন ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান খান পেয়েছেন ২৪ ভোট।
সহ-সভাপতি পদে ফারুক মোল্লা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে আনোয়ার হোসেন পেয়েছেন ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আবুল বাসার ১৪২ ভোট পেয়ে জয়ী হন, তাঁর প্রতিদ্বন্দ্বী চান মিয়া পেয়েছেন ২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সিহাব উদ্দিন সুমন ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে মো. জাফর পেয়েছেন ২৬ ভোট। দপ্তর সম্পাদক পদে জিয়াউর রহমান ১৪৭ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. সিদ্দিক ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম ফিরোজ, দ্বীন ইসলাম, ওসমান গনি, তপু রায়হান অজয়, ছবুর খাঁন ও মো. রতন।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিধিবহির্ভূত হওয়ায় তিনটি ভোট বাতিল ঘোষণা করা হয়।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার বশির আহমেদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার সবুজ মিয়া ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available