• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ১২:৫২:৫২ (07-Dec-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরির অভিযোগ

৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫২:০৪

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে দুবাই প্রবাসীর বাড়িতে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির অভিযোগ পাওয়া গেছে। ৬ ডিসেম্বর শনিবার বিকেলে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া এলাকায় প্রবাসী সূর্য মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী লাকি আক্তার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Ad

অভিযোগে লাকি আক্তার জানান, শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তিনি পাশের এলাকায় বাবার বাড়িতে ছিলেন। এই সময় বাড়ি ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা কিচেন রুমের এডজাস্ট ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করে। পরে আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে ২৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা ও বিভিন্ন কাগজপত্র চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সন্দেহভাজন চারজনের নামও তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

Ad
Ad

লাকি আক্তার আরও জানান, তার স্বামী দুবাই প্রবাসী হওয়ায় তিনি সন্তান ও বোনকে নিয়ে স্বামীর বাড়িতে থাকেন। ঘটনার দিন তিনি বাইরে থাকাকালে ৮ ভরি সিতা হার, ৪ ভরি গলার হার, ৫ ভরি ৮ আনা ওজনের দুইটি চেইন, ২ ভরি দুই জোড়া ঝুমকা, ৮ আনা টিকলি, ১ ভরি সোনার ব্যাগ, ৩ ভরি ওজনের আটটি আংটি, ব্রেসলেট, নগদ টাকা এবং এনজিওতে জমা দুই লাখ টাকার রশিদ চুরি হয়।

তিনি অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবেই এই লুটপাট চালানো হয়েছে। ঘটনার পর তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশে বিষয়টি জানান এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চান।

মানিকগঞ্জ সদর থানার তদন্ত ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে; তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us