• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই মাঘ ১৪৩২ রাত ০৩:১৮:২৭ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেব প্রদান

৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৩১:৩৭

মানিকগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেব প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সেবামূলক ক্যাম্পে নারী–পুরুষ থেকে শুরু করে শিশু–নবজাতকসহ সকল বয়সী মানুষ স্বাস্থ্যসেবা নিতে ভিড় করেন।

Ad

ক্যাম্পের উদ্বোধন করেন মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব আফরোজা খানম রিতা। তিনি বলেন, “মানিকগঞ্জের বহু মানুষ দূরত্ব বা আর্থিক সমস্যার কারণে সময়মতো হাসপাতালে যেতে পারেন না। তাই তাদের ঘরের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ফ্রি মেডিকেল ক্যাম্প সারাবছর চলমান থাকবে, ইনশাআল্লাহ।”

Ad
Ad

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন জানান, চিকিৎসাসেবার পাশাপাশি অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ, ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষারও ব্যবস্থা রাখা হয়। মেডিসিন, সার্জারি, গাইনি–অবস্, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, চক্ষু, ডেন্টাল, নাক–কান–গলা, স্কিন অ্যান্ড ভিডি ও শিশু বিভাগসহ মোট দশটি বিভাগের প্রায় ৩০ জন চিকিৎসক এবং ১০০-এর বেশি জনবল ক্যাম্পে সেবা প্রদান করেন।

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন, “মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।”

দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। যেসব রোগীর অপারেশন প্রয়োজন হবে তাদের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি টেস্টে ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা দেন কর্তৃপক্ষ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেয়ে স্থানীয় মানুষের মাঝে আনন্দ ও সন্তুষ্টি দেখা যায়। তারা বিনামূল্যে এমন সেবা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি: তারেক রহমান
গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি: তারেক রহমান
৩০ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:২৫






শীতের পিঠায় হাসি ফুটল এতিম শিশুদের মুখে
শীতের পিঠায় হাসি ফুটল এতিম শিশুদের মুখে
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৪



শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:১০


Follow Us