• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:১০:৩৫ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় বেদে নারীর মৃত্যু

২৩ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১২:৫৪

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় বেদে নারীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে সড়ক দুর্ঘটনায় বেদে সম্প্রদায়ের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০টার দিকে শহরের টিভি সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী মনিরা বেগম(৬০) শহরের প্রবেশমুখ মানিকছড়িতে জনৈক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

Ad

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে চট্টমেট্টো-ট-১১-০৬৯৩ নাম্বার প্লেট লাগানো একটি ট্রাক  চাল বোঝাই করে চট্টগ্রাম থেকে রাঙামাটি শহরে প্রবেশের সময় টিভি সেন্টার এলাকায় পৌঁছলে সেটি দুর্ঘটনায় পতিত হয়।

Ad
Ad

ট্রাকের পেছনে থাকা যাত্রীবাহী অটোরিক্সা (রাঙামাটি-থ-১১-০৮৮১) চাল বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এসময় ট্রাকের উপর থেকে অটোরিক্সার উপর চালের বস্তা পড়ে ভেতরে থাকা নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। উভয় গাড়ির চালক এসময় পালিয়ে যায়।

স্থানীয়রা এগিয়ে এসে ওই নারীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানিয়েছেন, উক্ত নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনায় নিহত বেদে নারী মনিরা বেগমের বাড়ি কুমিল্লা জেলায়। কয়েকমাস আগে তার একমাত্র ছেলে কুমিল্লায় বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ৫ মাস পর নিজেই দুর্ঘটনায় মারা গেলেন মনিরা বেগম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলে পিঠা উৎসব
শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলে পিঠা উৎসব
২৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫৫:৫৩







Follow Us