• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৩৭:৫৮ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

তালতলীতে ছাগলের পেট থেকে অদ্ভুত বাচ্চার জন্ম

২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৯:১১

সংবাদ ছবি

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় ছাগলের পেট থেকে মানুষ আকৃতির একটি অদ্ভুত বাচ্চার জন্ম হয়েছে এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য।

২৫ অক্টোবর উপজেলার বড়বগী ইউনিয়নের নিউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, জীবনে এমন দৃশ্য তারা আগে কখনও দেখেননি।

Ad
Ad

জানা গেছে, সৌদি প্রবাসী মো. হেমায়েত মিয়ার স্ত্রী সুমাইয়া বেগম কয়েক মাস আগে একটি ছাগল ক্রয় করেন। শনিবার রাতে ছাগলটি তিনটি বাচ্চা প্রসব করে। এর মধ্যে দুটি স্বাভাবিক থাকলেও তৃতীয় বাচ্চাটি জন্মের পরই সবার চোখ কপালে ওঠে-কারণ বাচ্চাটির মুখমণ্ডল, চোখ, এমনকি শরীরের গঠন অনেকটাই মানুষের মতো!

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চাটির চোখ দুটি কপালের উপরে পাশাপাশি অবস্থান করছিল এবং নাক ছিল না। পুরো মুখমণ্ডল এমনভাবে গঠিত ছিল যে, দূর থেকে দেখলে একে মানুষের নবজাতকের সঙ্গে মেলানো যায়। অদ্ভুত এ দৃশ্য দেখতে মুহূর্তের মধ্যেই আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ভিড় করে হেমায়েত মিয়ার বাড়িতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার সরাসরি সামাজিক মাধ্যমে প্রচার করছেন ঘটনাটি।

স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিরা একে আল্লাহর কুদরতির নিদর্শন হিসেবে দেখছেন। তাদের দাবি, শেষ জামানায় মানুষ এমন অনেক অদ্ভুত বিষয় প্রত্যক্ষ করবে এটিও হয়তো তেমনই একটি ঘটনা। এটা কেয়ামতের আলামত।

তবে বিষয়টিকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

তালতলী উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের ভেটেরিনারি সার্জন ডা. সাদেকুর বলেন, অস্বাভাবিকভাবে ভ্রূণ বৃদ্ধিজনিত কারণে বাচ্চা বিভিন্ন আকৃতির হতে পারে। এটি অ্যাবনরমাল অ্যামব্রায়োনিক ডেভেলপমেন্ট বা টেরাটোজেনিক প্রভাবের ফল। এর ফলে মাঝে মাঝে শুধু মানুষ না, অন্যান্য বিভিন্ন প্রাণির কাছাকাছি আকৃতির প্রাণি জন্ম নিতে পারে। এসব বাচ্চা সাধারণত বেঁচে থাকে না।  পরবর্তীতে একই ছাগলের বাচ্চা বিকলাঙ্গ হলে এটা জেনেটিক বা বংশগত প্রভাব হিসেবে ধরে নিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us