বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে চেকপোস্ট অভিযান।

১ ডিসেম্বর সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাফ্রাখালির ঢাকা-পাথরঘাটা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে বাংলাদেশ নৌবাহিনী বামনা লেফটেন্যান্ট আব্দুল বাসেত পাঠান টুটুল, (এক্স), বিএন, (পি নং-৩৮১১) এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট টিম ও পাথরঘাটা ট্র্যাফিক পুলিশের ৫জন সদস্য অংশগ্রহণ করেন।
চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযানকালে মোট ১২৩টি মোটরসাইকেল, ৩টি বাস, ১টি প্রাইভেটকার, ৫টি পিকআপ ও ২টি ট্রাক তল্লাশি করা হয় এবং ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৭টি মামলা করা হয়। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট না থাকার কারণে ট্র্যাফিক সড়ক আইনে মামলা দায়ের করা হয় এবং মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরো সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available