• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৩৮:২৭ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

বামনায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০৭:৩২

সংবাদ ছবি

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার বামনা উপজেলার ছোট ভাইজোড়ার শীর্ষ সন্ত্রাসী রিহানকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বামনা নৌবাহিনী ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে বামনা উপজেলার ছোট ভাইজোড়ার সগির হাওলাদারের ছেলে অসংখ্য মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রিহান হাওলাদারকে (৩২) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রিহানের নামে মাদক, ধর্ষণ, ডাকাতি ও হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। এলাকার চিহ্নিত মাদক কারবারি এই রিহান।

জানা যায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী রিহানের অবস্থান জানতে পারে। পরে অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে রিহান দরজা দিয়ে বাগানের মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে নৌবাহিনী।

উপজেলার ছোট ভাইজোড়ার আলোচিত শামীম খানের বাড়িতে ডাকাতি এবং শামীম খানকে হত্যাচেষ্টার এক নম্বর আসামি, মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য লতিফ ঘরামী হত্যা মামলার আসামি রিহান। রিহানের বিরুদ্ধে আদালতে ২০ এর অধিক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

মঠবাড়িয়া থানার এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান জানান, রিহানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ১০ এপ্রিল ২০২৫ তারিখের ১৮ নম্বর মামলায় ৩৯৫/৩৯৭ ধারায় তিনটি মামলা রয়েছে, যার মধ্যে ডাকাতির ঘটনায় ৩৬ ভরি স্বর্ণ ও প্রায় ১০ লাখ টাকা লুটের অভিযোগ আছে।

অন্যদিকে বামনা থানার এসআই (নিরস্ত্র) চন্দন দে জানান, তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে, যার মধ্যে ৩টি ওয়ারেন্টভুক্ত, ১টি এজাহারভুক্ত এবং ২টি তদন্তাধীন মামলা অন্তর্ভুক্ত।

আটক রিহানকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বামনা থানায় হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
রিয়েলমির ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ উদযাপন
৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১০:১৮