• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ রাত ১১:১৩:৫১ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা

১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১৫:০৫

বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা

বামনা (বরগুনা) প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক পালনে বরগুনার বামনা উপজেলায় সরকারি নির্দেশনা উপোক্ষার অভিযোগ উঠেছে। উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে পূর্ণাঙ্গভাবে উড়িয়ে রাষ্ট্রীয় বিধান লঙ্ঘন করায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Ad

সরকার কর্তৃক জারিকৃত গেজেট অনুযায়ী, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বাধ্যবাধকতা রয়েছে।

Ad
Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ ভবনের পতাকাদণ্ডের একদম মাথায় জাতীয় পতাকা উড়ছে। রাষ্ট্রীয় শোকের দিনে পতাকা অর্ধনমিত রাখার নিয়ম থাকলেও এখানে তা মানা হয়নি, যা সরাসরি সরকারি গেজেটের নির্দেশনার পরিপন্থী।

বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনা ও ক্ষোভের ঝড় ওঠে। স্থানীয় এক বিএনপি নেতা বলেন, ‘জাতীয় পতাকা অর্ধনমিত রাখা শুধু নিয়ম নয়, এটি সম্মানের প্রশ্ন। সরকারি নির্দেশনা অমান্য করা মানে রাষ্ট্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবজ্ঞা করা।’

জুলাই আন্দোলনের স্থানীয় যোদ্ধারাও এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, ‘এটি নিছক ভুল নয়, বরং রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি চরম উদাসীনতা। ইউনিয়ন পরিষদের মতো একটি প্রতিষ্ঠানে এমন দায়িত্বজ্ঞানহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।’

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাজিবুল ইসলাম। তিনি জানান, ‘ভুলবশত পতাকা অর্ধনমিত করা হয়নি, তবে বিষয়টি নজরে আসার পর তা সংশোধন করা হয়েছে।’

এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ আহমেদ বলেন, ‘রাষ্ট্রীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না রাখা একটি বড় ধরনের অনিয়ম। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১৫:০৫

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৫:৪৩




বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
১ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৩:১২






Follow Us