আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে মধ্যে রাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার রাতেই ৫ জনকে
আটক করেছে আমতলী থানা পুলিশ।

গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে লকডাউন বাস্তবায়নকে কেন্দ্র করে আমতলীর বাধঘাট চৌরাস্তায় সংলগ্ন ফেরিঘাট সড়কের পাশে রাস্তার ওপর পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে আমতলীর বাঁধঘাট চৌরাস্তা এলাকা স্বর্ণা পরিবহনে (পটুয়াখালী-ব ১১-০০৪৬) দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম
হয়।
এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে আমতলী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান রাসেল, যুগ্ম আহবায়ক মো. পারভেজ খান, পৌর যুবলীগের সদস্য মো. তম্ময় গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. কাওছার আহমেদ রনি ও সাবেক কর্মী মো. ছগির মল্লিক।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টা ব্যাপির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসটির প্রায় ৮০ শতাংশের মতো পুড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আমতলী থানার (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available