• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১১:০৯:৪৯ (01-Dec-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৭:৪২

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

Ad

৩০ নভেম্বর রোববার রাতে তাদেরকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গ্রেফতার করে র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের ফরহাদের ছেলে রিয়ন ও পুরন্দরপুর গ্রামের মৃত. নজরুল শেখের ছেলে জনি শেখ।

ঝিনাইদহ র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ আজমেরী হোটেল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মহেশপুরের ফতেপুর ইউনিয়নের পুরুন্দরপুর এলাকায় জীবননগর-কালীগঞ্জ সড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুজনকে ওই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, ঝিনাইদহ র‍্যাব-৬  দুজনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর মহেশপুরের ফতেপুর ইউনিয়রে পুরুন্দরপুর এনএন পাম্পের কাছাকাছি জীবননগর-কালীগঞ্জ পাকা সড়কের উপর সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
এক ভুয়া এসআইকে আটক করেছে রেলওয়ে পুলিশ
১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:২৩:১১







Follow Us