• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩২ বিকাল ০৩:৫৪:২০ (10-Jan-2026)
  • - ৩৩° সে:

ভারতে চুরি হওয়া মোবাইল প্রকাশ্যেই বিক্রি হয় শিবগঞ্জের বিভিন্ন মার্কেটে

৪ অক্টোবর ২০২৫ দুপুর ০১:০৪:২৩

ভারতে চুরি হওয়া মোবাইল প্রকাশ্যেই বিক্রি হয় শিবগঞ্জের বিভিন্ন মার্কেটে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকা দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন বাংলাদেশে প্রবেশ করছে। এই চোরাই ফোনগুলো প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন বাজার ও মোবাইল শপিং মলে। এমনকি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়াতেও এসব ফোন বিক্রির বিজ্ঞাপনও দেখা যাচ্ছে।

Ad

প্রতিবছর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার ভারতীয় মোবাইল ফোন চোরাচালান হয়ে আসে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সবচেয়ে সক্রিয় পয়েন্ট হিসেবে চিহ্নিত।

Ad
Ad

২৪ সেপ্টেম্বর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথরের আড়ালে চোরাচালানকৃত একটি মোবাইল ফোনের চালান জব্দ করে কাস্টমস। চালানটিতে আইফোনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের মোট ৪২টি মোবাইল ফোন ছিল।

৫৯ বিজিবির দেওয়া তথ্য মতে, গত তিন বছরে তারা প্রায় ১০৭ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করে। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৩২৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন। এ সময় আটক করা হয়েছে ২৯১ জন চোরাকারবারিকে।

৫৯ বিজিবির ভাষ্যমতে, গত ২৫ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল একটি মোটরসাইকেল থামার সংকেত দিলে আরোহীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ২৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এই ঘটনার পর একজন ব্যক্তি, আলমগীর, ফেসবুক লাইভে এসে দাবি করেন যে, বিজিবি তার ব্যাগে থাকা ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। তবে বিজিবি দাবি করে, আলমগীর দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ব্যবসার সঙ্গে জড়িত। সেদিনও তিনি ওই চোরাকারবারিদের কাছ থেকে ২৪টি মোবাইল সংগ্রহ করেছিলেন।

এসব চোরাই ফোন ভারতের বিভিন্ন রাজ্য থেকে পাচার হয়ে আসে। শিবগঞ্জ বাজারে কম দামে আইফোন, স্যামসাং, ওপ্পো, ভিভোসহ অনেক জনপ্রিয় ব্র্যান্ডের ফোন পাওয়া যায়। তবে ফোনগুলো পুরনো এবং বক্স ছাড়া থাকে।

শুধু শিবগঞ্জ নয়, চাঁপাইনবাবগঞ্জ শহরের অভিজাত আব্দুল মান্নান সেন্টু মার্কেট, কানসাট বাজার, রানীহাটি বাজার, বারোঘরিয়া বাজারসহ আরও অনেক জায়গায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব চোরাই ফোন।

সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বলেন, নির্ভরযোগ্য তথ্য ছাড়া আমরা ভারতীয় পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালাতে পারি না। তাই পণ্যের আড়ালে বা চালকদের মাধ্যমে এসব মোবাইল আসছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাচালান বন্ধে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। গত তিন বছরে ১০৭ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে এবং মোবাইল ফোনও এর বড় অংশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ওমানে বাংলাদেশি এক পরিবারের ৩ সদস্য নিহত
ওমানে বাংলাদেশি এক পরিবারের ৩ সদস্য নিহত
১০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৯:৫২




ফুলবাড়িতে মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার
ফুলবাড়িতে মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার
১০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৫:৫৫



বকশীগঞ্জে রাতের আঁধারে ইটভাটায় চুরি
বকশীগঞ্জে রাতের আঁধারে ইটভাটায় চুরি
১০ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:২৬:৫৭



Follow Us