নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা দেখতে খোলা মাঠে হাজারো দর্শনারীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের লউঘাটা-মধ্যেপাড়া যুব সমাজের আয়োজনে একটি খোলা মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, নাটোর, রংপুর ও দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে অংশ নেন সাওয়ারিরা। প্রায় অর্ধশত ঘোড়া পর্যায়ক্রমে এ প্রতিযোগিতায় অংশ নেয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মাঠে জড়ো হন হাজারো মানুষ। দর্শনার্থীরা জানান, গ্রামাঞ্চলে বিনোদনের সুযোগ খুবই সীমিত। এমন আয়োজন তাদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনে। পরিবার-পরিজন নিয়ে ঘোড়দৌড় উপভোগ করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার ঘোড়ার সাওয়ারিরা জানান, শুধু অর্থের জন্য নয়, সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই তারা এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেন। ঘোড়দৌড় তাদের কাছে নেশার মতো, যেখানে আনন্দের পাশাপাশি ঐতিহ্য রক্ষার বিষয়টিও জড়িত।
আয়োজক কমিটির সভাপতি ও ধাইনগর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান সাদিকুল ইসলাম বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য মানুষকে বিনোদন দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’
প্রায় তিন ঘণ্টাব্যাপী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গোমস্তাপুর উপজেলার যাতাহারা এলাকার সাওয়ার ইয়াকুব আলীর ঘোড়া। পরে আমন্ত্রিত অতিথিরা এ ও বি গ্রুপে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে টেলিভিশনসহ অন্যান্য বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available