• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩২ রাত ০৮:০৯:১২ (28-Jan-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

২৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:২২

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা দেখতে খোলা মাঠে হাজারো দর্শনারীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Ad

২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের লউঘাটা-মধ্যেপাড়া যুব সমাজের আয়োজনে একটি খোলা মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, নাটোর, রংপুর ও দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে অংশ নেন সাওয়ারিরা। প্রায় অর্ধশত ঘোড়া পর্যায়ক্রমে এ প্রতিযোগিতায় অংশ নেয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মাঠে জড়ো হন হাজারো মানুষ। দর্শনার্থীরা জানান, গ্রামাঞ্চলে বিনোদনের সুযোগ খুবই সীমিত। এমন আয়োজন তাদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনে। পরিবার-পরিজন নিয়ে ঘোড়দৌড় উপভোগ করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার ঘোড়ার সাওয়ারিরা জানান, শুধু অর্থের জন্য নয়, সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই তারা এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেন। ঘোড়দৌড় তাদের কাছে নেশার মতো, যেখানে আনন্দের পাশাপাশি ঐতিহ্য রক্ষার বিষয়টিও জড়িত।

আয়োজক কমিটির সভাপতি ও ধাইনগর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান সাদিকুল ইসলাম বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য মানুষকে বিনোদন দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

প্রায় তিন ঘণ্টাব্যাপী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গোমস্তাপুর উপজেলার যাতাহারা এলাকার সাওয়ার ইয়াকুব আলীর ঘোড়া। পরে আমন্ত্রিত অতিথিরা এ ও বি গ্রুপে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে টেলিভিশনসহ অন্যান্য বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে
উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে
২৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:১৮






Follow Us