চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার সোনামসজিদ পিরোজপুর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।
এসআই কালামের প্রত্যক্ষ মদদে এলাকায় ডাকাতদের উৎপাত বৃদ্ধি পেয়েছে এমন অভিযোগ তুলে মানববন্ধনের আয়োজন করেন পিরোজপুর, বালিয়াদিঘী, সালামপুর ও সোনাপুর এলাকার শত শত এলাকাবাসী।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন মোতালেব আলী, পলাশ মিয়া, বাবুল, ইউসুফ আলীসহ কয়েকশত স্থানীয় নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাপুর গ্রামের লুতফলের ছেলে এসআই কালামের ছত্রছায়ায় রায়হান, ইউসুফ, মোশারফ, জাবেদ ও আব্দুল্লাহ নামের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মাধ্যমে ত্রাস সৃষ্টি করছে।
বক্তারা আরও বলেন, এই চক্রের হাতে সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা হলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এই বিষয়ে এসআই কামাল সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বাড়ি থেকে গরু লুট করে নিয়ে যাওয়ায় আইনের আশ্রয় গ্রহণ করা হয়েছে। আমি কোন অপকর্মে মদদ দেইনি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available