• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:২৯:৩২ (03-Oct-2025)
  • - ৩৩° সে:

সোনামসজিদ স্থলবন্দরে গড়ে উঠেছে চোরাকারবারের সিন্ডিকেট

৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩৫:০৬

সংবাদ ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ও ভারতের মহদিপুর স্থলবন্দরে গড়ে উঠেছে একটি চোরাকারবারী সিন্ডিকেট।

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সোনামসজিদ আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি ও সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক রুহুল আমিন।

Ad
Ad

তারা বলেন, এ বন্দর দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি ও রফতানি হয়ে থাকে। আমদানি করা পণ্যের উপর সরকার প্রতি বছর প্রায় এক হাজার দুইশত কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। দেশের বিভিন্ন প্রান্তের আমদানি-রফতানিকারকসহ জেলার আমদানি-রফতানিকারকরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে।

Ad

কিন্তু সম্প্রতি সীমান্তের দুই পাশ সোনামসজিদ স্থলবন্দর ও মহদিপুর স্থলবন্দরে গড়ে উঠেছে চোরাকারবারির সিন্ডিকেট। এ সিন্ডিকেট বৈধপথ অবলম্বন করে ভারতীয় ট্রাক চালকদের যোগসাজসে আমদানিকৃত পণ্যভর্তি ট্রাকের ভেতর মোবাইল ফোন ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করার চেষ্টা করছে।

গত ২৪ সেপ্টেম্বর বিকালে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথরের আড়ালে আসা মোবাইল ফোনের একটি চালান জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ওই চালানে আইফোনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের ৪২টি মোবাইল ফোন ছিল।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বলেন, পাথর বোঝাই ট্রাকের ইঞ্জিনের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোনামসজিদ আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি বলেন, বৈধ পথে অবৈধ মালামাল প্রবেশ করায় আমরা আমদানিকারকসহ বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে। একই সঙ্গে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।

অবিলম্বে এসব অবৈধ চোরাচালান সিন্ডিকেট ভেঙে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিজিবি ও কাস্টমসসহ আইনশৃংখলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
টানা ছুটিতে আজও ফাঁকা ঢাকা
৩ অক্টোবর ২০২৫ দুপুর ০১:০৩:১৫





সংবাদ ছবি
গাজিপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৪:৫৭




Follow Us