• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:২২:০৮ (09-Dec-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৮:২৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী (২৮) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Ad

৮ ডিসেম্বর সোমবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।

Ad
Ad

নিহত নয়ন আলী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।

জানা যায়, সন্ধ্যায় বাবুপুর মোড় নামক স্থানে নয়নকে চাপাতি দিয়ে দুই পা ও দুই হাত কেটে গুরুতর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে  উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত নয়ন বিএনপি কর্মী বলে জানিয়েছেন তার স্বজন ও স্থানীয়রা। হামলার পর নয়নের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসময় বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইসারুল ইসলাম তুষার জানান, ‘হাসপাতালে নেওয়ার সময় দেখা যায় নয়ন আলীর প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। দুই হাত ও পায়ে গুরুতর জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।’

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ‘নয়নকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘাতকদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us