সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নির্ধারিত সময়ে চিকিৎসকদের অনুপস্থিতি, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা এবং রোগীদের জন্য সরকারিভাবে বরাদ্দ খাবার বিতরণে অনিয়মসহ নানা অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী জেলা দুদকের ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপ-সহকারী পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।


দুদক সূত্রে জানা গেছে, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত কর্মঘণ্টা অনুসরণ করছেন না এমন অভিযোগ পাওয়া যায়। কেউ সকাল ১০টার পর, আবার কেউ দুপুরের পর হাসপাতালে উপস্থিত হন বলে অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দেরিতে হাসপাতালে উপস্থিত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। একই সঙ্গে হাস‘পাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের জন্য বরাদ্দ সরকারি খাবার বিতরণেও ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available