সুনামগঞ্জ প্রতিনিধি: আজ ৬ ডিসেম্বর, সুনামগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয় সুনামগঞ্জ শহর। মুক্তিকামী মানুষের দৃঢ় প্রতিরোধ ও সাহসী মুক্তিযোদ্ধাদের সম্মিলিত হামলায় পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। শহর হানাদারমুক্ত হওয়ার পর সুনামগঞ্জের প্রতিটি ঘরে উড়ে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

তবে মুক্তির আনন্দের দিনেই ঘটে ভয়াবহ এক হত্যাকাণ্ড। সেদিন সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রনেতা তালেব উদ্দিনসহ তিন মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় হানাদার বাহিনীর সদস্যরা। এই ঘটনা হয়ে ওঠে সুনামগঞ্জবাসীর জন্য গভীর বেদনার স্মৃতি।


মুক্তিযোদ্ধাদের বরাত দিয়ে জানা যায়, সে সময় ৫ নম্বর সাব-সেক্টর কমান্ডার মেজর এম এ মোতালেব যোগীরগাঁও সীমান্ত দিয়ে, ক্যাপ্টেন যাদব আমবাড়ী বাজার এলাকা হয়ে এবং ক্যাপ্টেন রঘুনাথ গৌরারং দিক দিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে ভোরে একই সময় সুনামগঞ্জ শহরে প্রবেশ করেন। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সাঁড়াশি আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী শহর ছেড়ে পালিয়ে যায়।
এদিকে, সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে ভোরে ডলুরা স্মৃতিসৌধে ৪৮ বীর মুক্তিযোদ্ধার গণকবরে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available