মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী রোবোটিকস কর্মশালা। বাংলাদেশের নীল অর্থনীতি ও জল-প্রযুক্তি বিষয়ে তরুণদের আগ্রহ বাড়াতে টেক অটোক্র্যাটস এবং শিক্ষার্থীভিত্তিক দল ‘টিম বেঙ্গলবোট’ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

দুই দিনব্যাপী আয়োজনে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।


১৩ নভেম্বর বৃহস্পতিবার ও ১৪ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত পৃথক সেশনে শিক্ষার্থীদের হাতে-কলমে রোবোটিকসের প্রাথমিক ধারণা প্রদান করা হয়। এতে শর্ট সার্কিট ও সেন্সরের কাজ বোঝানো, কন্ট্রোল সিস্টেমের ব্যবহার, ছোট ডেমো রোবট পরিচালনাসহ বিভিন্ন মৌলিক বিষয় শেখানো হয়।
এ ছাড়া অংশগ্রহণকারীরা পৃষ্ঠভাগীয় স্বয়ংক্রিয় নৌযান (ASV)–সংক্রান্ত প্রযুক্তি, পানিপথে নেভিগেশন, বাধা শনাক্তকরণ, টাস্ক সম্পাদন পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা এবং দলগত কাজের গুরুত্ব সম্পর্কে ধারণা পায়।
আয়োজক ক্ষুদে বিজ্ঞানী আন নাফিউ বলেন, কর্মশালার মূল লক্ষ্য—শিক্ষার্থীদের পানি-প্রযুক্তি ও রোবোটিকসের বাস্তব প্রয়োগ শেখানো এবং নিজস্ব ক্ষুদ্র জলযান বা ওয়াটার ভেসেল তৈরি করার অনুপ্রেরণা দেওয়া। তিনি আরও জানান, তাদের টিম ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে RoboBoat, RoboSub-সহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম কুড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুর রহমান, জহর তরফদার, সুধেন্দু ভট্টাচার্য্য, মোছা: কাজল কলি, মহিতোষ দাশ, মো. আলাউদ্দিন, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও ইমন দেব চৌধুরী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available