• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ দুপুর ১২:২৩:৫৬ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক

১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪২:০১

শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক

হবিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ কর্মজীবনের পর অবসরে গেলেন বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিশা রানী দাশ ও কল্পনা রানী দাশের অবসর উপলক্ষে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

Ad

অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষকসমাজ বিদায়ী দুই শিক্ষককে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন। ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান ও স্মৃতিচারণার মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে তাদের বিদায় জানানো হয়। এ সময় অনেক শিক্ষার্থী ও সহকর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন।

Ad
Ad

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি রানী দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বেণু ভূষণ দাশ, আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নামজুল হক, আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতেন্দ্র চন্দ্র দাশ, বলাকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ওয়াহিদ, প্রভাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়ব্রত দাশ, মশাকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা ভৌমিক প্রমুখ।

বক্তারা বলেন, নিশা রানী দাশ ও কল্পনা রানী দাশ আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের দক্ষ পাঠদানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিদায়ী বক্তব্যে দুই শিক্ষক বলেন, এই বিদ্যালয় ও শিক্ষার্থীরাই তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবার ভালোবাসা আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে উল্লেখ করে তারা সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী দুই শিক্ষক গাড়িযোগে বিদ্যালয়ে পৌঁছালে প্রধান শিক্ষকসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। অনুষ্ঠান শেষে ফুলে সাজানো গাড়িতে অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষকদের বিদায় জানান উপস্থিত সবাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৩
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৩
১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩৫:০৬


শাহরাস্তিতে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
শাহরাস্তিতে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৯:৪০





Follow Us