• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:১৪:১০ (22-Aug-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

সুনামগঞ্জের তাহিরপুরে ভুয়া এনএসআই সদস্য আটক

২২ আগস্ট ২০২৫ সকাল ১১:১২:০৭

সংবাদ ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভুয়া এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ।

২১ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ওেই যুবকের কাছ থেকে এনএসআই লোগো সম্বলিত ভুয়া পরিচয়পত্র এবং বিদেশ ছুটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা নিয়ে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবক আগে হিন্দু ছিলেন। তার নাম টিটুল বিশ্বাস। তার বাবার নাম সাধন বিশ্বাস। বাড়ি তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের রায়পাড়ায়। ২০২৩ সালে সে ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে এবং নাম পরিবর্তন করে আরাফাত হোসাইন রাখে। বর্তমানে সে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মুজাম্মিলের ছেলে পরিচয়ে বসবাস করছে।

এছাড়া ধর্ম পরিবর্তনের পর সে স্থানীয় এক মাদ্রাসাশিক্ষক রুহুল আমিনের মেয়ে তামান্নাকে বিয়ে করে। পরবর্তীতে শ্বশুরবাড়ি এলাকায়ও এনএসআইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মধ্য তাহিরপুর গ্রাম থেকে এনএসআই পরিচয়দানকারী একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
এবার বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান
২২ আগস্ট ২০২৫ দুপুর ০২:১৮:২৫