• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫১:০২ (27-Nov-2025)
  • - ৩৩° সে:

বিদ্যুতের খুঁটিতে সিএনজির ধাক্কা, স্কুলছাত্রের মৃত্যু

২৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:০৭:৪৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে  সৌরভ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

Ad

২৬ নভেম্বর বুধবার দিবাগত রাত ১২টার সময় শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের কাছে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ মিয়া জেলার জামালগঞ্জ উপজেলার কলকতখাঁ গ্রামের আমির হোসেনের ছেলে ও ভীমখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

Ad
Ad

আহতরা হলেন- সৌরভের বড় ভাই রায়হান মিয়া (১৭) ও একই গ্রামের জুলহাস মিয়ার ছেলে রাহি মিয়া (১৭) ও রফিক মিয়ার ছেলে কয়েছ মিয়া (২০)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা আমির হোসেনকে প্রবাসে পাঠাতে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে পৌঁছে দিয়ে সিএনজি চালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন সৌরভ ও তার বড় ভাইসহ তিনজন। পথে শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের কাছে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজির ভেতরে থাকা সৌরভসহ তিনজন গুরুতর আহত হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সৌরভ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। ‎

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আলী জানান, সৌরভ মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
চার অধ্যাদেশের খসড়া অনুমোদন
২৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:২২

সংবাদ ছবি
পিকাবুতে আসছে বছরের সেরা ফ্ল্যাগশিপ ইভেন্ট
২৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩:০৭





সংবাদ ছবি
হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার
২৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৩:০৪





Follow Us