• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ১২:১৯:২২ (02-Dec-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে অনুমোদনহীন ও মানহীন ক্লিনিকে অভিযান

২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৪:৫৮

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা শহরের অনুমোদনহীন ও মানহীন ক্লিনিক ও প্যাথলজি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিভিল সার্জনের কার্যালয় এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করেছেন।

Ad

১ ডিসেম্বর সোমবার দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

অভিযানকালে শহরের কলেজ রোডে অবস্থিত পালস্‌ ডায়াগনস্টিক প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ। সেখানে থাকা দুইটি সাইনবোর্ড অপসারণের জন্য ১ ঘণ্টা সময় দেওয়া হয়। পরবর্তীতে পুনরায় পরিদর্শনে দেখা যায়-ডায়াগনস্টিক কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী সাইনবোর্ডগুলো সরিয়ে ফেলেছে।

শহরের মদিনা পাড়া এলাকায় অবস্থিত ইসলাম প্যাথলজিতে গিয়ে ৭ বছর ধরে লাইসেন্স আপডেট না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জনাব মোস্তাক আহমেদ কপোত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে শহরের স্টেডিয়াম রোডের ম্যাটিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ অভিযানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩ বছর লাইসেন্স নবায়ন করেনি। প্রতিষ্ঠানের সাধারণ ফ্রিজে সংরক্ষিত অবস্থায় ১ ব্যাগ মেয়াদোত্তীর্ণ রক্ত পাওয়া যায়। পাশাপাশি নিয়মিত রক্ত সঞ্চালন কার্যক্রম থাকা সত্ত্বেও ল্যাবে রক্ত স্ক্রিনিংয়ের প্রয়োজনীয় ৫ ধরনের কিটের সবগুলোই অনুপস্থিত ছিল। অপারেশন থিয়েটারের পরিবেশ অস্বাস্থ্যকর থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ক্লিনিকটিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, জেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে। অনুমোদন ও মান রক্ষায় অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা
২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৯:৩৬

সংবাদ ছবি
সাভারে নিখোঁজ অটোচালকের কঙ্কাল উদ্ধার
২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৩:০৭




Follow Us