• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ বিকাল ০৪:০৭:৫৮ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাট-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন দুলু

৪ নভেম্বর ২০২৫ সকাল ০৮:১৬:২৪

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

Ad

৩ নভেম্বর সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৩৭টি আসনের নাম চূড়ান্ত করা হয়। প্রকাশিত তালিকায় লালমনিরহাট-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

Ad
Ad

মনোনয়ন ঘোষণার পর থেকে পুরো জেলায় শুরু হয়েছে আনন্দের জোয়ার। শহরের মিশনমোড়, রাজপুর, বড়বাড়ী, গোকুন্ডা, খুনিয়াগাছ, মোগলহাটসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমরথকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দনের বন্যা বইতে দেখা যায়। তাদের ভাষ্য “এই আসনে দুলুর জনপ্রিয়তার সমমানের প্রতিদ্বন্দ্বী নেই। তিনি বিজয়ী হলে লালমনিরহাট আধুনিক ও সমৃদ্ধ জেলায় পরিণত হবে।”

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন অধ্যক্ষ দুলু। পরবর্তীতে তিনি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় জেলা সদরসহ পুরো এলাকায় যোগাযোগ, শিক্ষা, বিনোদন ও মানবিক খাতে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে তিনি পরিচিতি পান ‘উন্নয়নের ধারক’ হিসেবে।

সদর আসনের বহু ভোটারই বলছেন, নতুন প্রজন্মের প্রত্যাশা, দুলুর নেতৃত্বে আলোকিত ও উন্নত লালমনিরহাট গড়ে উঠুক।

লালমনিরহাট-৩ আসনে ভোটার সংখ্যা প্রায় ৩ লাখের বেশি। এর মধ্যে এক বড় অংশ তরুণ ও শিক্ষিত ভোটার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুলুর জনপ্রিয়তা শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান। বিশেষ করে তরুণরা তার পক্ষে সোচ্চার।

একজন কলেজ শিক্ষক বলেন, “তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে দুলু সাহেবের বাস্তবমুখী পরিকল্পনা আছে। তিনিই হলে এলাকার সর্বোচ্চ উন্নয়ন সম্ভব।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সারাদেশে বিএনপি তার শক্ত অবস্থান পুনঃপ্রতিষ্ঠায় যে সব জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতৃত্ব সামনে আনছে, দুলু তাদের মধ্যে অন্যতম। দলীয় নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং অতীতের কর্মদক্ষতার কারণে এই আসনে তার জয়ের সম্ভাবনা খুবই উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।

মনোনয়ন ঘোষণার পর তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “এই মনোনয়ন জনগণের ভালোবাসা, ত্যাগ ও সংগ্রামের প্রতিফলন। আমি মানুষের ভোট ও সমর্থন নিয়েই মাঠে নামব। উন্নত, স্বচ্ছ ও আধুনিক লালমনিরহাট গড়া আমার লক্ষ্য।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বিএনপি-জামায়াত দ্বৈরথে মুখোমুখি দুই ভাই
৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:০৫:১৭


সংবাদ ছবি
মাদারীপুরে বিএনপির প্রার্থী ঘোষণা
৪ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৯:১৯

সংবাদ ছবি
বিদ্যুৎ বন্ধের হুমকি দিলো আদানি পাওয়ার
৪ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৪০:০৭


Follow Us