মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী পরিবর্তন করায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দলের হাইকমান্ড প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে বাদ দিয়ে শরীক দল ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিলে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে মণিরামপুর পৌর শহরে বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’ এই স্লোগানে মিছিলে অংশ নেন হাজারো নেতাকর্মী। প্রতিবাদী মিছিলে বহু নেতাকর্মীকে মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিতে দেখা যায়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্ব পালনকারী ত্যাগী ও জনপ্রিয় নেতা শহীদ ইকবালকে বাদ দিয়ে শরীক দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত অন্যায় ও অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। মনোনয়ন পরিবর্তন করে পুনরায় শহীদ ইকবালকে বহাল না করা হলে শনিবার বিকাল ৩টায় পুনরায় মণিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দেন মণিরামপুর পৌর বিএনপির সম্পাদক আব্দুল হাই।
এদিকে শুক্রবারের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available