• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই কার্তিক ১৪৩২ রাত ০৯:৪১:১২ (01-Nov-2025)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৪৪

সংবাদ ছবি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।

Ad

১ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

Ad
Ad

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাজেদুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মো. ফয়জুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, সমাজসেবা অফিসার মিজানুর রহমান এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি।

আলোচনায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দেশের গ্রামীণ অর্থনীতিকে সমবায় আন্দোলনের মাধ্যমে আরও গতিশীল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us