বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগরী গ্রামের দিয়াড়পাড়ায় কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে এ সংস্কার কাজের উদ্বোধন করেন ৩ নং বাগাতিপাড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।


দীর্ঘদিন সংস্কার না হওয়া জিল্লুর রহমানের বাড়ি থেকে হাফিজুলের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছিলো স্থানীয়রা। নতুন করে সংস্কার শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা গেছে স্বস্তি।
স্থানীয়রা জানান, সড়ক সংস্কার কাজ সম্পন্ন হলে গ্রামের সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
উদ্বোধনকালে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, এলাকার মানুষের স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতেই এই সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নেই আমরা কাজ করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আজগর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম, সৈকত আহম্মেদ স্বাধীন, হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available