• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪২:৩৩ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

২৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০১:০০

কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা শহরের টমসন ব্রিজ এলাকায় ছিনতাই ও চুরিবিরোধী নিয়মিত চেকপোস্ট চলাকালে এক যুবকের কাছ থেকে চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধারের পর তার দেওয়া তথ্যে একটি বাসা থেকে বিদেশি পিস্তলসহ দুইটি ম্যাগাজিন ও আরো ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয় এডভোকেট মাহমুদুল হক মাসুমকে।

Ad

কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম অস্ত্র উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লা ধর্মপুর এলাকার মোক্তার বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. আরিফুর রহমান এবং ধর্মপুর এলাকার আব্দুল মতিনের ছেলে এডভোকেট মাহমুদুল হক মাসুম।

এডভোকেট মাসুমের স্থায়ী বাড়ি ধর্মপুর হলেও তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার উত্তর আশরাফপুর এলাকায় ভাড়া থাকেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (ভোরে) কুমিল্লা জেলা কোতোয়ালি থানাধীন ইপিজেড ফাঁড়ির পুলিশের একটি টিম টমসন ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে। এসময় আরিফ নামে এক যুবককে হেঁটে আসতে দেখে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আরিফের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। একইসঙ্গে তার মোবাইল ফোন পরীক্ষা করেও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এতে অস্ত্রের সন্ধান মেলে বলে জানায় পুলিশ।

আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এবং ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ টিম কুমিল্লা ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে চারতলা ভবনের নিচতলায় অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের বাসায় অভিযান চালায়। অভিযানে মাসুমের বেডরুমের ওয়ারড্রপের ভেতর থেকে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, এবং আলাদা একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এই বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আমরা আরিফের কাছে থেকে ৫ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করি, এবং তার দেয়া তথ্যমতে এডভোকেট মাহমুদুল হক মাসুমের ভাড়া বাসায় অভিযান করে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত ট্রফি
হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত ট্রফি
২৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৪:২০










Follow Us