কুমিল্লা প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছিলেন—সেটি ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম। আর ২০২৪ সালের জুলাই-আগস্টে যারা আন্দোলনে অংশ নিয়েছেন, তারা সেই স্বাধীনতাকে রক্ষা করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, গত ৫ আগস্ট পর্যন্ত বিএনপির ৪১৯ জন নেতাকর্মীসহ সারাদেশে হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে।
তিনি আরও বলেন, বিএনপি অতীতে সফলভাবে দেশ পরিচালনা করেছে। আমাদের শাসনামলেই নারীদের উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছে এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জানি—কীভাবে দুর্নীতি দমন করতে হয়, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে হয় এবং মানুষের জীবনযাত্রা নিরাপদ করা যায়।
‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগ নিয়ে অন্যান্য দল সমালোচনা করলেও তাতে বিএনপি বিচলিত নয়। জনগণ যদি ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তবে আমরা জনগণের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাবো।
তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য জনগণের জীবনমান উন্নত করা। যদি আজ মানুষ ১০ শতাংশ ভালো থাকে, আমরা সেটিকে ২০ শতাংশে উন্নীত করতে চাই। ধীরে ধীরে ১০০ শতাংশে পৌঁছানো সম্ভব হবে। অন্তত ২০ শতাংশ উন্নতিও দেশকে অনেক দূর এগিয়ে নেবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৭ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available