• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ বিকাল ০৩:৫৫:৫৫ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

ষড়যন্ত্রকারীদের সঙ্গে আঁতাতকারীরা দলের শত্রু: মনিরুল হক চৌধুরী

৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৩০:৪৫

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘যারা ব্যক্তিস্বার্থে ষড়যন্ত্রকারী ও নির্বাচন বানচালকারীদের সঙ্গে আঁতাত করছে, তারা দলের শত্রু তথা দেশের শত্রু।’

Ad

৮ নভেম্বর শনিবার নগরীর নোয়াগাঁও চৌমুহনীতে এক শুভেচ্ছা সমাবেশে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

মনিরুল হক বলেন, ‘তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মানেনি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী একটি পরিবারের সদস্য। এখন সময় ভেদাভেদ ভুলে তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা হওয়ার।

তিনি আরও বলেন,‘গত ১৬ বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। আমার পরিবারও সেই আন্দোলনের অংশ ছিল। আমার মেয়ে ড. বজ্রকণ্ঠকেও আপনারা চেনেন, তিনি রাজপথে ছিলেন। অথচ যারা নিজেদের ত্যাগী নেতা দাবি করে, তারা ১৬ বছরে কোনো মামলা কিংবা জেলখানা দেখেনি। আমাকে ২০১৮ সালের নির্বাচনের আগে চৌদ্দগ্রামের মিথ্যা হত্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল।’

বিএনপি নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কখনো আপসের রাজনীতি করেননি। আপস না করার কারণেই তারেক রহমানকে যেভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, তার নজির উপমহাদেশে নেই।’

আগামী নির্বাচনকে দেশের অস্তিত্বের লড়াই হিসেবে উল্লেখ করে মনিরুল বলেন, ‘দেশের অস্তিত্ব রক্ষায় তারেক রহমান দ্রুত নির্বাচনের পক্ষে। আমি ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে, যিনি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। যারা নির্বাচন পেছাতে চায়, তারা দেশের অস্তিত্ব নিয়ে খেলছে-তারা দেশের শত্রু।’

নগরীর ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই শুভেচ্ছা সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ড. শাহ মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ড. হোসাইন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, কাউন্সিলর কাজী মাহবুব, সাবেক কাউন্সিলর ও সমবায় দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মেহেদী হাসান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রাজশাহীতে হত্যা মামলার মূলহোতা গ্রেফতার
৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৯:৫০





সংবাদ ছবি
সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন
৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৫৬:১৯

সংবাদ ছবি
ফকিরহাটে বাসের চাপায় শিশু শ্রমিক নিহত
৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৩৮:০৭



সংবাদ ছবি
শীতের আগমনী বার্তায় সরগরম সবজি ক্ষেত
৯ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫২:৫২


Follow Us