নিজস্ব প্রতিবেদক: বাংলার প্রকৃতিতে নেমে এসেছে হেমন্তের সোনালি ছোঁয়া। মাঠে মাঠে ধানের শিষে ভরে উঠেছে ফসলের হাসি, চারদিকে ভাসছে নতুন ধানের মিষ্টি ঘ্রাণ। আর এই মনোরম ঋতুকে বরণ করে নিতে রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো “হেমন্ত নন্দন” এক অনবদ্য সাংস্কৃতিক উৎসব।
১৮ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাট্যনন্দন এর আয়োজনে হেমন্ত বরণ উৎসব ‘হেমন্ত নন্দন’ পালন করা হয়। গীত, নৃত্য, নাট্যে, হেমন্ত এলো রাঙ্গা প্রভাতে এই স্লোগানকে সামনে রেখে উৎসবের উদ্বোধন করা হয়।
‘শিল্প স্পর্শে প্রস্ফুটিত হোক নন্দন কুঁড়ি’ এই প্রতিবাদ তোকে সামনে রেখে নাট্যনন্দন রাজবাড়ী পহেলা ফেব্রুয়ারি ২০২৫ থেকে নাট্যকার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে তারা চারটি প্রযোজনার ৩০টিরও বেশি প্রদর্শনী করেছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্যনন্দনের পরিচালক তপন কুমার দে এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজ্জাকুল আলম ও শ্যামা রানী দে।
হেমন্ত নন্দন উৎসবে অতিথি হিসেবে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নারী নেত্রী দেবাহুতী চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব এম বাচ্চু রহমান, কবি সালাম তাসির, আজিজুল হক, নুরুল হক আলম, আব্দুর রউফ হিটু, আতাউর রহমান, কবি খোকন মাহমুদ, কাজী পলাশ, জেলা কালচারাল অফিসার মামুন সালহেসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাট্যনন্দনের শিল্পীদের পরিবেশনায় ছিল নাচ, গান, আবৃত্তি ও শিশুতোষ নাটক অবাক জলপান, রচনায় সুকুমার রায়, নির্দেশনা আতাহার আলী সুমন। শিল্প নির্দেশনায় ছিলেন উচ্ছাস কুমার ঘোষ, নির্দেশনা-সহযোগী ছিলেন সিঁথি সান্যাল।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে ছিলেন- উচ্ছাস কুমার ঘোষ, সদস্য সচিব নয়ন কুমার বিশ্বাস ও সদস্যগণ আতাহার আলী সুমন, পিয়াস কর্মকার, বিপ্লব সরকার, স্বরূপ বিশ্বাস, দীপ্ত সাহা, মেহেদী সাজ্জাদ, নাহিদুর রহমান সাগর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available