মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি : নানা প্রতিকূলতা, নির্যাতন ও দীর্ঘ কারাবাস সত্ত্বেও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য পথ-নির্দেশক হয়ে থাকবে বলে জানান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সাবেক এমপি (২৯৮ নং খাগড়াছড়ি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া।

১২ জানুয়ারী সোমবার বিকেলে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাটিরাঙ্গা উপজেলা শাখার আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দীর্ঘ সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অদম্য সাহসী ভূমিকা দেশের সকল নেতা-কর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন ভাবে কাজ করে গেছেন এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন হয়েছে বেগম খালেদা জিয়ার হাতে। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধই আমাদের স্বাধীনতার একমাত্র ভিত্তি। একটি গোষ্ঠী ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ২৪ জুলাইকে মুক্তিযুদ্ধের দিন হিসেবে ঘোষণার অপচেষ্টা চালিয়েছিল, যা কখনো গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে খাটো করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিহাসের সত্য বদলানো যায় না ১৯৭১ আমাদের গর্ব, শক্তি এবং অস্তিত্বের মূল ভিত্তি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামীসহ উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সন্তান কমান্ডের সদস্য এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available