নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৪ বছরের এক ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা ও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ২২ অক্টোবর রাত ৯টার দিকে ভুক্তভোগীর বড়বোন বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতাররা হলেন উপজেলার বেলছড়ির চোংড়াগোপা এলাকার অরুন বিকাশ রোয়াজার ছেলে রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও গোমতির উদয় কুমারপাড়া এলাকার আনি রঞ্জন ত্রিপুরার ছেলে ডেটল বাবু (১৭)।
অপর ২ আসামী সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) পলাতক রয়েছে। এরা উভয় গোমতি উদয় কুমারপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম।
তিনি জানান, মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায় এক ত্রিপুরা মেয়েকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভিক্টিমের বোন বাদী হয়ে রাতে ৪ জন ত্রিপুরা যুবকের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
এর আগে ২০ অক্টোবর উপজেলার অযোধ্যা এলাকায় এক কালী মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে গেলে অভিযুক্ত চার যুবক কিশোরীকে ডেকে নিয়ে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। জানাজানি হলে স্থানীয়ভাবে বিষয়টি আপোস-মীমাংসার চেষ্টা করে তা ব্যর্থ হয়।
স্থানীয়রা পরবর্তীতে দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করে। বর্তমানে ভিকটিমসহ আটককৃত দুইজন থানা হেফাজতে আছে। পলাতক ২ জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মাটিরাঙ্গা থানার ওসি।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘ভিকটিম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।’
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available