ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র কুরআন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও মডেল মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছেন। এ ধরনের ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে আবুল সরকারের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান।
ইমাম ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় সরকারের উচিত দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া। একইসাথে তারা মুসলিম উম্মাহকে ঈমানী চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ওলামা, আলেম সমাজসহ হাজারো মানুষ অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available