• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ রাত ০৮:৩১:৫১ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

রাজনীতি করে কখনো অর্থ উপার্জন করিনি: মির্জা ফখরুল

২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:১৮

রাজনীতি করে কখনো অর্থ উপার্জন করিনি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি রাজনীতিকে কখনো অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করিনি। সততা ও ত্যাগের মধ্য দিয়েই রাজনীতি করে আসছি।

Ad

২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

Ad
Ad

মির্জা ফখরুল বলেন, ‘আমার স্ত্রী ও সন্তানরা কষ্ট করে লেখাপড়া করেছে, সংসার চালিয়েছে। এখনো আমি একইভাবে রাজনীতি করছি। যে গাড়িটি আমি ব্যবহার করি, সেটিও ২০ বছর আগের পুরোনো গাড়ি। এতদিনেও সেটি বদলাতে পারিনি।’

নিজের রাজনৈতিক জীবন তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৮৬ সাল থেকে আপনারা আমাকে চেনেন। তখন আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আজ পর্যন্ত কেউ আঙুল তুলে বলতে পারবে না যে, আমি জনগণের আমানতের খেয়ানত করেছি।’

ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, ‘আমি রাজনীতি করেছি বাপ-দাদার জমি বিক্রি করে। ঢাকায় যে গাড়িটি ব্যবহার করি সেটিও ২০ বছরের পুরোনো। আজ যে গাড়িতে এসেছি, সেটি আমার নয় একজন সমর্থকের।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘদিন জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার ভোট দেওয়ার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দেন, আমি সংসদে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারব। আমি কাজ করা মানুষ।’

এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, ‘আমরা ভিক্ষা করে বাঁচতে চাই না, কাজ করে বাঁচতে চাই। মা-বোন ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।’

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৩২

জামায়াতের নারী সমাবেশ স্থগিত
জামায়াতের নারী সমাবেশ স্থগিত
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৪৯



সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৮







Follow Us