স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। কিন্তু আপনারা চিন্তা করবেন না। আমরা আপনাদের সেই বিপদ থেকে উদ্ধার করবো। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা নির্দোষ সাধারণ মানুষ, তাদের আমরা বুকে টেনে নেবো।’

২৮ জানুয়ারি বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, নৌকা প্রতীক না থাকলেও বিএনপির একটি প্রতিপক্ষ দল রয়েছে, আর সেটি হলো দাড়িপাল্লা। তিনি বলেন, ‘১৯৯১ সালে আমরা দাড়িপাল্লাকে দেখেছি, সে সময় তারা খুব কম ভোট পেয়েছিল।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল এবং আমি নিজেও এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। আমি আপনাদের ব্যক্তিগতভাবে পরিচিত মানুষ। দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করেছি, কখনো আপনাদের ছেড়ে যাইনি। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘এর আগে আমরা কখনো সঠিকভাবে ভোট দিতে পারিনি। সব ভোট ফ্যাসিস্ট হাসিনা নিয়ে গেছে। এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এমনটাই আমরা আশা করছি, যেখানে ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।’
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নতুন নতুন কলকারখানা স্থাপন করতে হবে, মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরি করবো। এটি আমার জীবনের শেষ নির্বাচন। এই শেষ ভোটে দয়া করে আপনারা আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবার সুযোগ করে দিন।’
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available