ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় জনসাধারণের চিকিৎসা সুবিধা নিশ্চিত ও সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা বৈরচুনা ইউনিয়নে বৈরচুনা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পের আয়োজন করেন ঠাকুরগাঁও -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান।


ক্যাম্পে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের প্রায় কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।
উপস্থিত ছিলেন অভিজ্ঞ চিকিৎসক ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এমবিবিএস এফসিপিএস (মেডিসিন) মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান জেরিন, পীরগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার নিত্য রায়, পীরগঞ্জ মেডিকেল উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জুবায়ের ইভেন নূর, সাধারণ রোগের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও ডায়াবেটিস, রক্তচাপ, চর্মরোগ, গাইনি সমস্যা ও শিশু চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এ ছাড়াও রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে এলাকাবাসীর উপচে পড়া ভিড় দেখা যায়।
স্থানীয়রা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, “গ্রামাঞ্চলে চিকিৎসা সুবিধা তুলনামূলকভাবে কম। তাই এ ধরনের ফ্রি ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ।”
সাবেক এমপি জাহিদুর রহমানের ছোট মেয়ে ডা. নুসরাত জাহান জেরিন জানিয়েছেন, ভবিষ্যতে পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পেতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available