• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ বিকাল ০৫:৩৩:০০ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

‎পাবনায় গরু চুরি করতে এসে গণপিটুনিতে নিহত যুবক

১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৫:১৩

‎পাবনায় গরু চুরি করতে এসে গণপিটুনিতে নিহত যুবক

‎পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে গরু চুরি করতে এসে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

Ad

১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

Ad
Ad

‎নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে নিহত সাগরসহ দুই-তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে আসে। এসময় বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পুরো শরীরে অর্ধশতাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথা ও পায়ের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।‎ 
এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে এসে মরদেহ উদ্ধার করে।

‎এলাকাবাসী অভিযোগ করে বলেন, পাবনা সদরের প্রায় এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। এলাকার কৃষক ও খামারিরা নির্ঘুম রাত কাটাচ্ছে। প্রতিনিয়ত গরু চুরি হলেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। তাঁতিবন্ধ এলাকার কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে প্রায়ই গরু চোর আসে। আজকে ধরা পড়লে উৎসুক জনতা পিটুনি দিয়েছে।

‎সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি গরু চুরি করতে আসলে গণপিটুনিতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৪:০৯


বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৬:২৯




Follow Us