• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৯:৫৮ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

পাবনায় শিয়ালের মাংস বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

১৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৭:১১

পাবনায় শিয়ালের মাংস বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে চাটমোহর উপজেলাসহ জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অভিযুক্ত কসাই পলাতক রয়েছেন।

Ad

১৪ জানুয়ারি বুধবার উপজেলার হরিপুর বাজারে এ ঘটনা ঘটে।

Ad
Ad

এলাকাবাসী সূত্রে জানা যায়, হরিপুর ইউনিয়নের আবদালপাড়া এলাকার মাংস বিক্রেতা আশু কসাইয়ের ছেলে আশরাফুল কসাই বুধবার সকালে একটি শিয়াল শিকার করেন। আশরাফুল কসাই গরুর মাংস বলে প্রতি কেজি ৭০০ টাকা দরে একজন ক্রেতার কাছে দুই কেজি মাংস বিক্রি করেন।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে আশরাফুল কৌশলে বাকি মাংস নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে হরিপুর বাজারসংলগ্ন ধুলাউড়ি আক্কাসের জোলা এলাকায় শিয়ালের মাংস ফেলে রেখে পালিয়ে যান তিনি।

পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার এবং চাটমোহর থানা পুলিশের এসআই কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ইউএনও মহোদয়কে জানানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে শিয়ালের মাংস বিক্রির সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ নিয়মিত মামলা করে আইনগত ব্যবস্থা নেবে।’

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিয়ালের মাংস বিক্রির সত্যতা পেয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
১৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:৩৬




কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২
কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২
১৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৫:৩৪





নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: প্রেস সচিব
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: প্রেস সচিব
১৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৮:২৩


Follow Us