• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৩৪:২২ (03-Oct-2025)
  • - ৩৩° সে:

গলাচিপায় ২ কিশোরকে নির্যাতনের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

৩ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৩:৩৪

সংবাদ ছবি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগে দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টার দিকে গলাচিপা থানার পুলিশ ইমরান বয়াতি (৪০) নামের স্থানীয় এক মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করে। এর আগে গত সোমবার উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকায় পাউবোর নতুন স্লুইসগেট-সংলগ্ন স্থানে ঘটে এ নির্যাতনের ঘটনা।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশ মাছ চুরির অভিযোগ তুলে ব্যবসায়ী ইমরান বয়াতি কিশোর আবদুল্লাহ (১০) ও সাব্বিরকে (১৪) আটক করে। পরে ইউনিয়ন পরিষদের সদস্য হাসান সরদারের সহযোগিতায় তাদের হাত-পা বেঁধে রোদে বসিয়ে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়।

Ad

শুধু তাই নয়, হাতে ইলিশ মাছ দিয়ে স্বীকারোক্তির ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবি, আর এর পরই বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।

পরে আবদুল্লাহর নানা শাহজাহান দুই কিশোরকে ছাড়িয়ে আনতে গেলে তার কাছে ক্ষতিপূরণের টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় গালাগাল ও জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে।

বাড়ি ফেরার পর গুরুতর আহত অবস্থায় আবদুল্লাহকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পরদিন নির্যাতনের ঘটনায় শাহজাহান বাদী হয়ে গলাচিপা থানায় মামলা দায়ের করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার প্রধান আসামি মাছ ব্যবসায়ী ইমরান বয়াতিকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ১৪ জনের
৩ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:২৩:০৯








Follow Us