গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসটির শুরু হয়। পরে গলাচিপা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সজল দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সদস্য মো. হারুন অর রশিদ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ মান্নান।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ মানুষসহ সকলে সমন্বিতভাবে কাজ করলে দুর্নীতি অনেকটা কমিয়ে আনা সম্ভব।
এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
সভা শেষে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পাঁচজন নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available