• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:২১:০৪ (02-Oct-2025)
  • - ৩৩° সে:

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

২ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪১:১৭

সংবাদ ছবি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ১৫ বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে তাদের।

১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬টার সময় ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের হস্তান্তর করা হয়।

Ad
Ad

এর আগে ৩০ সেপ্টেম্বর রাতে অবৈধভাবে হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে তাদেরকে আটক করে বিএসএফ।

Ad

আটকরা হলেন- খুলনা কয়রা থানার রেজাউল গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৪৭), ছেলে মিলন গাজী (১৯), খুলনার ডুমুরিয়া উপজেলার জয়খালী গ্রামের সেলিম মোড়লের ছেলে সবুজ মোড়ল (১২), সবুজ মোড়লের স্ত্রী রেশমা খাতুন (২২), সবুজ মোড়লের মেয়ে রাজিয়া খাতুন (০৭), কয়রা থানার মালেক সরদারের ছেলে জাফারুল ইসলাম (৩৮), জাফারুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (২৮), ছেলে জামশেদ আলী (১২), মেয়ে জীম সুলতানা (০৩), ওমর আলী সরদারের ছেলে এলেম সরদার (৪৯), এলেম সরদারের স্ত্রী  আকলিমা (৪৪), মেয়ে আছিয়া খাতুন (১১), জিয়াদ আলী গাজীর ছেলে আহসান হাবিব খোকন (৪২), আহসান হাবিব খোকনের স্ত্রী রওশন আরা বেগম (৩৮) ও ছেলে সোহান গাজী (০৫)।

বিএসএফের কাছ থেকে গ্রহণ করে আটকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি। কাজের সন্ধানে ও আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করছিল বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল হক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us