• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:৪৯:৫২ (14-Oct-2025)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় বিজিবি অভিযানে মাদক, ভারতীয় পোশাকসহ ট্রাক জব্দ

১৪ অক্টোবর ২০২৫ সকাল ০৯:২২:৩৪

সংবাদ ছবি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিজিবি মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, ভারতীয় পোশাক ভারতীয় একটি ট্রাকসহ তিনটি ট্রাক জব্দ করেছে করা হয়েছে।

১২ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক’র সার্বিক নির্দেশনায় বিশেষ আভিযানিক দল বিপুল পরিমাণ ভারতীয় পোশাক, মাদক ও বহনকারী ভারতীয় ট্রাকসহ তিনটি ট্রাক জব্দ করে।

Ad
Ad

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি শুল্ককরফাকি দিয়ে সাতক্ষীরা ভোমরা বিওপি আওতাধীন আমদানিকৃত খৈল বোঝাই ট্রাকের মধ্যে উন্নতমানের শাড়ি, থ্রী-পিস, ব্লাউজ ও ফেনসিডিল লুকিয়ে আনা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল ভোমরা স্থল বন্দর ১নং গেটের নিকট অবস্থান গ্রহণ করে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার সময় ভারতীয় ট্রাক (ডি- ৫৭উ৬১৫১) বিজিবি চেকপোষ্টে ৩০ টন ভারতীয় খৈল মর্মে লিপিবদ্ধ করে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে এবং যানজট থাকায় গাড়িটি ফলমোড় নামক স্থানে অবস্থান করে।

Ad

বিজিবি টহল দল গাড়ীটি রাস্তার পার্শ্বে রাখতে বললে গাড়ির চালক লিটন মিয়া এবং হেলপার সাগর মিয়া তাদের নির্দেশনা অমান্য, আইন ভঙ্গ করে বিপজ্জনকভাবে গাড়িটি চালিয়ে দ্রুত কাস্টমস পার্কিং এর দিকে চলে যায়। গাড়িটি অনুসরণ করে আভিযানিক দল ঘটনাস্থলে হাজির হলে কাস্টম এর গেইট বন্ধ অবস্থায় স্থল বন্দরের লেবার দ্বারা ভারতীয় ট্রাক হতে মালামাল বাংলাদেশি ট্রাক (যথাক্রমে ঢাকা-মেট্রো-ট-১৬-৩৬১৩ এবং ঢাকা-মেট্রো-ট-২২-৫৯০৩) এর চালক ও হেলপার এর তত্ত্বাবধানে আনলোড করতে দেখে। টহল দলের উপস্থিতি বুঝতে পেরে উপস্থিত লেবারসহ ভারতীয় ও বাংলাদেশি ট্রাক চালক এবং হেলপার দ্রুত পালিয়ে যায়।

পরে ট্রাকে তল্লাশি করে ভারতীয় ২০ কেজি খৈল, উন্নতমানের ৪ হাজার ৫৮৯ পিস শাড়ি, ৫০৮ পিস থ্রি-পিস, ২০৫ পিস ব্লাউজ, ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ১টি ভারতীয় ট্রাক ও ২টি বাংলাদেশি ট্রাক জব্দ করা হয়। যার বাজার মূল্য সাত কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫শ’ টাকা।

আটক মালামাল, মাদকদ্রব্য এবং ট্রাক আইনী প্রক্রিয়া অনুসরণ করে সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান ওই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাগেরহাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার
১৪ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪২:৩৭

সংবাদ ছবি
নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪
১৪ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৫:১৩

সংবাদ ছবি
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
১৪ অক্টোবর ২০২৫ সকাল ১১:০১:২২








Follow Us